জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলার ৮ নং আশারকান্দি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর কয়েকজন তরুণ জামায়াতের লক্ষ্য উদ্দেশ্য ও কার্যক্রমের প্রতি অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী'তে তাজপুর ডিগ্রি কলেজের সাবেক ছাত্রদল নেতা মো: দিলদার হোসাইন এর নেতৃত্বে ২০ জন সদস্য যোগদান করেছেন। এ উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮নং আশারকান্দি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড শাখার আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪নং ওয়ার্ড এর সহ-সভাপতি মোজাহিদ খানের সভাপতিত্বে ও ৮ নং আশারকান্দি ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ওয়ার্ড সেক্রেটারি মামুন খানের পরিচালিত সভায় উপস্থিত ছিলেন, আশারকান্দি ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি আব্দুর রব, ৪ নং ওয়ার্ড এর সহকারী সেক্রেটারি জাহিদ খান, ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি জনাব শাহ আলম, নেতা মনিরুল ইসলাম, ৪ নং ওয়ার্ড বাইতুল মাল সম্পাদক, রুকন ইসলাম, নেতা রুহেল আহমেদ, মিজান প্রমূখ।
ওয়ার্ড সেক্রেটারি মামুন খানের সমাপনি বক্তব্যের মাধ্যমে নতুন সমর্থকদের ফুল দিয়ে বরন করা হয়।