শাহ্ ফুজায়েল আহমদ, জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে আজ ১০ অক্টোবর ২৪ খ্রিষ্টাব্দ শনিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় ১২ অক্টোবর, শনিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনারে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর নতুন সদস্য বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷
এতে সভাপতিত্ব করেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সভাপতি জনাব হুমায়ুন কবির। স্টুডেন্টস কেয়ারের সহ-সভাপতি আমিনুর রহমান হিমেল এর পরিচালনায় , বক্তব্য রাখেন করেন স্টুডেন্টস কেয়ারের সাংগঠনিক সম্পাদক জিকরুল আলম ।
সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোস্তাক হোসেন নাসিফ । যুগ্ন- সম্পাদক তারেক মাহমুদ জয় । সংগঠনের কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম তামিম। উক্ত পরিচিতি সভায় নতুন সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আশিকুর রহমান , সাহেদ চৌধুরী, সাইফুর রহমান।
উক্ত সভায় পরিচিতি পর্ব পরবর্তী আলোচনায় নতুনদের মধ্যে বক্তব্য রাখেন আশিকুর রহমান, সাহেদ চৌধুরী সাইফুর রহমান । আলোচনা সভায় বক্তব্যে সকল বক্তারা আলোচনা উল্লেখ করেন বিগত দিনের জগন্নাথপুর, ফেনী, নোয়াখালীর বন্যায় স্টুডেন্টস কেয়ার অগ্রণী ভূমিকা রেখেছে।
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন দুর্যোগ আসার সাথে সাথে জগন্নাথপুর স্টুডেন্টস কেয়ারের সকল সদস্য ঝাঁপিয়ে পড়বে দুর্যোগ মোকাবেলার জন্য। বিগত ২৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ শুক্রবার জগন্নাথপুর পৌরসভার হলরুমে বর্ণিল সাজের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। সমাপনী বক্তব্যে সভাপতি হুমায়ুন কবির বলেন স্টুডেন্টস কেয়ারের সকল সদস্যগণ বিভিন্ন দুর্যোগ এবং সমাজের উন্নয়নমূলক কাজ করে যাবে ।
স্টুডেন্টস কেয়ারের সদস্যরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না , অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে । সৎ ও দক্ষতার সাথে উন্নয়নমূলক কাজ করলে সদস্যদের আগ্রহ বাড়বে বলে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করে।
নতুন সদস্যদের নাম :
১। আশিকুর রহমান
২। রবিউল ইসলাম তানহার
৩। শাহেদ চৌধুরী
৪। শাহারিয়া নাফিজ জিতু
৫। রাফি তালুকদার
৬। মোঃ নাহিদ আহমেদ
৭। মোঃ আশরাফুল হক
৮। আব্দুল মুনাইম
৯। সাইফুর রহমান
১০। মাহবুবুর রহমান শুভ
১১। শহিদুল হক ফাহাদ
১২। মোঃ মামুন আহমদ
১৩। নুরুল অন্তর
১৪। আবু মুহিত তালুকদার