সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা জমিয়তের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২৪ অক্টোবর, বৃহস্পতিবার বাদ আসর উপজেলা জমিয়তের আহবায়ক কমিটি গঠন উপলক্ষ্যে উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর বাজারে সৈয়দ মাওলানা আশফাক হোসেন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক জেলা জমিয়ত সহ-সভাপতি সৈয়দ তালহা আলম, জেলা জমিয়ত সহ-সভাপতি মাওলানা হোসাইন আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি এম আব্দুল হাফিজ।
সর্বসম্মতিক্রমে হাফিজ সৈয়দ ওযায়রুল হক মমনুকে আহবায়ক, মাওলানা ওয়ালী উল্লাহ ওলী ও সৈয়দ আমিরুল ইসলামকে যুগ্ম আহবায়ক এবং মাওলানা এরশাদ খান আল হাবিবকে সদস্য সচিব ও মাওলানা শাহীনূর রহমান শাহীনকে যুগ্ম সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় জমিয়ত নেতা সৈয়দ তালহা আলম।